তথ্য সচিব কামরুন নাহারের পিতা ও মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের শ্বশুর মোহাম্মদ ইউনুসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিসিএস তথ্য সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ এসোসিয়েশনের সভাপতি ও প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সায়েদ মোস্তফা কামাল।
এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মোহাম্মদ ইউনুস (৮৫) বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি পাঁচ কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।