বিশ্ব পরিবেশ দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন সপ্তাহ শুরু হয়েছে।
শনিবার থেকে এ পর্যন্ত কয়েক শ’ ফলজ, ঔষধি এবং বিভিন্ন ফুল গাছের চারা রোপন করা হয়।
সপ্তাহব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণের ১০ নং ওয়ার্ডের কাউন্সিল মারুফ আহমেদ মনসুর।
মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি মো. নাহিদ আলমের উদ্যোগে মতিঝিলের বিভিন্ন স্থান এবং শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ছাত্রলীগ ঘোষিত বৃক্ষরোপন কর্মসূচি পালিত হচ্ছে।
মতিঝিলের টিঅ্যান্ডটি কলোনি, হাসপাতাল জোন, আল হেলাল জোন, আরামবাগ, কমলাপুরসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করা হয়।
এছাড়াও টিঅ্যান্ডটি উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুল, পোস্ট অফিস হাই স্কুলেও একই সময়ে শতাধিক গাছের চারা রোপনা করা হয়।