ঢাকা , বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড

নেইমারের বিরুদ্ধে সমকামী বিদ্বেষের অভিযোগ

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০২:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০
  • ৮৩৯ পঠিত

ব্রাজিলিয়ান তারকা নেইমারের বিরুদ্ধে তাঁর মায়ের ছেলে বন্ধুকে হুমকি দেওয়া ও সমকামী বিদ্বেষী গালি দেওয়ার অভিযোগ উঠেছে আদালতে

করোনাভাইরাসের কারণে ফ্রেঞ্চ লিগ ওয়ানটা শেষ হয়ে গেছে আগেভাগেই। নেইমারের প্যারিস সেন্ট–জার্মেইর (পিএসজি) হাতেই অবশ্য উঠেছে শিরোপা। ব্রাজিলিয়ান তারকা এখন আছে নিজের দেশে। আর সেখানেই মহা ফ্যাসাদে পড়েছেন এই সময়ের অন্যতম সেরা ফুটবলার।

ব্রাজিলের এক সমকামী অধিকার আন্দোলন কর্মী নেইমারের বিরুদ্ধে ফৌজদারী নালিশ করেছেন আদালতে। অভিযোগ দুটি—নেইমার তাঁর মায়ের ছেলে বন্ধুকে সমকামীবিদ্বেষী গালি দিয়েছেন ও শারীরিকভাবে নিগৃহের হুমকি দিয়েছেন। নেইমার ও তাঁর বন্ধুদের ভিডিও গেমস খেলার সময় করা আলোচনার অডিও ফাঁস হওয়ার পর এই অভিযোগ আনা হয়।


সাও পাওলোর আদালত এএফপির কাছে স্বীকার করেছেন অভিযোগ পাওয়ার কথা। তবে পিএসজি তারকার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (মামলা) করা হবে কিনা তা তদন্তের পর সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সেই আদালত। নেইমারের গণসংযোগ দল এ ব্যাপারে অবশ্য কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে।


অভিযোগটি করেছেন আগরিপিনো মাগালহ্যাস নামের একজন। ইনস্টাগ্রামে সেই লোক লিখেছেন নেইমার ও তাঁর বন্ধুদের বিপক্ষে ‘সমকামী বিদ্বেষ, ঘৃণাসূচক বক্তব্য ও হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগ করেছেন তিনি।


ফাঁস হওয়া এক অডিও বার্তায় শোনা যায় নেইমার ও বন্ধুরা নেইমারের মা নাদিন গনসালভেস ও তাঁর ২২ বছর বয়সী বন্ধু তিয়াগো রামোসের কথিত ঝগড়াঝাটি ও মারামারি নিয়ে কথা বলছেন। শোনা যাচ্ছে গতকাল মঙ্গলাবার নেইমারের মায়ের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে আহত হয়ে হাসপাতালে যেতে হয়েছে রামোসকে।

পুলিশ জানিয়েছে হাত কেটে গেছে রামোসের। কীভাবে কেটেছে তা নিয়েই বিভ্রান্তি। নেইমারের মা বলছেন সিঁড়ি থেকে কাচের কিছুর ওপরে পড়ে হাত কেটেছে রামোসের। কিন্তু বন্ধুদের সঙ্গে আলোচনায় নেইমার বলেছেন মায়ের কথা বিশ্বাস হচ্ছে না তাঁর। নেইমারের বিশ্বাস নিশ্চিত মারামারি করে হাত কেটেছেন রামোস। আর এ কারণেই তাঁর চেয়ে বয়সে ৬ বছরের ছোট রামোসকে এক হাত দেখে নিতে চান নেইমার।


গুঞ্জন আছে রামোস সমকামীও। নিজেদের আলোচনায় তা উল্লেখ করে গালি দিয়েছেন নেইমার। এএফপি জানিয়েছে সে সময়ে নেইমারের এক বন্ধু পরামর্শ দেন রামোসের পশ্চাতদেশে বংশদন্ড ঢুকিয়ে দেওয়ার।


নেইমারের মায়ের প্রতিবেশিরা জানিয়েছেন ঘটনার সময় তাঁরা চিৎকার–চেচামেচি শুনেছেন। তবে রামোস ও নেইমারের মা দুজনই পুলিশকে বলেছেন দুর্ঘটনায় হাত কেটেছে রামোসের।

Tag :
জনপ্রিয়

৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

নেইমারের বিরুদ্ধে সমকামী বিদ্বেষের অভিযোগ

প্রকাশিত : ০২:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০

ব্রাজিলিয়ান তারকা নেইমারের বিরুদ্ধে তাঁর মায়ের ছেলে বন্ধুকে হুমকি দেওয়া ও সমকামী বিদ্বেষী গালি দেওয়ার অভিযোগ উঠেছে আদালতে

করোনাভাইরাসের কারণে ফ্রেঞ্চ লিগ ওয়ানটা শেষ হয়ে গেছে আগেভাগেই। নেইমারের প্যারিস সেন্ট–জার্মেইর (পিএসজি) হাতেই অবশ্য উঠেছে শিরোপা। ব্রাজিলিয়ান তারকা এখন আছে নিজের দেশে। আর সেখানেই মহা ফ্যাসাদে পড়েছেন এই সময়ের অন্যতম সেরা ফুটবলার।

ব্রাজিলের এক সমকামী অধিকার আন্দোলন কর্মী নেইমারের বিরুদ্ধে ফৌজদারী নালিশ করেছেন আদালতে। অভিযোগ দুটি—নেইমার তাঁর মায়ের ছেলে বন্ধুকে সমকামীবিদ্বেষী গালি দিয়েছেন ও শারীরিকভাবে নিগৃহের হুমকি দিয়েছেন। নেইমার ও তাঁর বন্ধুদের ভিডিও গেমস খেলার সময় করা আলোচনার অডিও ফাঁস হওয়ার পর এই অভিযোগ আনা হয়।


সাও পাওলোর আদালত এএফপির কাছে স্বীকার করেছেন অভিযোগ পাওয়ার কথা। তবে পিএসজি তারকার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (মামলা) করা হবে কিনা তা তদন্তের পর সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সেই আদালত। নেইমারের গণসংযোগ দল এ ব্যাপারে অবশ্য কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে।


অভিযোগটি করেছেন আগরিপিনো মাগালহ্যাস নামের একজন। ইনস্টাগ্রামে সেই লোক লিখেছেন নেইমার ও তাঁর বন্ধুদের বিপক্ষে ‘সমকামী বিদ্বেষ, ঘৃণাসূচক বক্তব্য ও হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগ করেছেন তিনি।


ফাঁস হওয়া এক অডিও বার্তায় শোনা যায় নেইমার ও বন্ধুরা নেইমারের মা নাদিন গনসালভেস ও তাঁর ২২ বছর বয়সী বন্ধু তিয়াগো রামোসের কথিত ঝগড়াঝাটি ও মারামারি নিয়ে কথা বলছেন। শোনা যাচ্ছে গতকাল মঙ্গলাবার নেইমারের মায়ের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে আহত হয়ে হাসপাতালে যেতে হয়েছে রামোসকে।

পুলিশ জানিয়েছে হাত কেটে গেছে রামোসের। কীভাবে কেটেছে তা নিয়েই বিভ্রান্তি। নেইমারের মা বলছেন সিঁড়ি থেকে কাচের কিছুর ওপরে পড়ে হাত কেটেছে রামোসের। কিন্তু বন্ধুদের সঙ্গে আলোচনায় নেইমার বলেছেন মায়ের কথা বিশ্বাস হচ্ছে না তাঁর। নেইমারের বিশ্বাস নিশ্চিত মারামারি করে হাত কেটেছেন রামোস। আর এ কারণেই তাঁর চেয়ে বয়সে ৬ বছরের ছোট রামোসকে এক হাত দেখে নিতে চান নেইমার।


গুঞ্জন আছে রামোস সমকামীও। নিজেদের আলোচনায় তা উল্লেখ করে গালি দিয়েছেন নেইমার। এএফপি জানিয়েছে সে সময়ে নেইমারের এক বন্ধু পরামর্শ দেন রামোসের পশ্চাতদেশে বংশদন্ড ঢুকিয়ে দেওয়ার।


নেইমারের মায়ের প্রতিবেশিরা জানিয়েছেন ঘটনার সময় তাঁরা চিৎকার–চেচামেচি শুনেছেন। তবে রামোস ও নেইমারের মা দুজনই পুলিশকে বলেছেন দুর্ঘটনায় হাত কেটেছে রামোসের।