পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়ন পরিষদের সচিব হাফিজুর রহমান (৪৫) জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন আজ শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। করোনার (কোভিড-১৯) ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে হাফিজুর রহমান নিজেই করোনায় সংক্রমিত হয়ে থাকতে পারেন বলে তিনি জানান।
উপজেলা সূত্রে জানা গেছে, হাফিজুর রহমান এক সপ্তাহ আগে জ্বর ও কাশিতে আক্রান্ত হন। গত বৃহস্পতিবার থেকে তাঁর মৃদু শ্বাসকষ্ট শুরু হয়। গতকাল সকালে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাতে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ইউএনও জয়নাল আবেদীন বলেন, হাফিজুর রহমান ইউনিয়ন পরিষদের ত্রাণ কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন। তিনি এলাকার কর্মহীন ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছেন। সেখান থেকে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে থাকতে পারেন। উপসর্গ দেখা দিলে চার দিন আগে তাঁর নমুনা সংগ্রহ করে রাজশাহী ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। এখনো পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়নি। স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের প্রক্রিয়া চলছে।