ঢাকা , সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড

বলিউড তারকা শ্রীদেবীর শেষ ছবি মমতে সে রকমই প্রতিশোধ গ্রহণের টানটান উত্তেজনায় ভরা

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০
  • ৮৪২ পঠিত

অন্যায়-লাঞ্ছনার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার আকাঙ্ক্ষা মানুষের চিরন্তন। বিশেষত সেই অন্যায় যদি ঘটে আমাদের পরিবার বা নিকটজনের ওপর। অধিকাংশ ক্ষেত্রে প্রতিশোধ নিতে পারে না সাধারণ মানুষ, তাই অন্তত চলচ্চিত্রে দেখতে চায় অন্যায়ের প্রতিকার।

বলিউড তারকা শ্রীদেবীর শেষ ছবি মমতে সে রকমই প্রতিশোধ গ্রহণের টানটান উত্তেজনায় ভরা। মিস্টার ইন্ডিয়া হিম্মতওয়ালি বা সদমা ছবির গ্ল্যামারাস শ্রীদেবী নন, মম ছবিতে আমরা পাই এক শক্তিধর অভিনেত্রীকে। একটি কিশোরীর সৎমা হিসেবে তাকে আপন করে নেওয়ার চেষ্টা করে এই নারী। কিন্তু মেয়েটি কিছুতেই মা হিসেবে মেনে নিতে পারে না তাকে।

এর মধ্যে এক পার্টিতে গণধর্ষণের শিকার হয় মেয়েটি। আদালত দোষীদের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়। তখনই প্রকৃত মায়ের মতো প্রতিশোধ গ্রহণে নেমে পড়েন শ্রীদেবী। একের পর এক অপরাধী তাঁর ফাঁদে পা দেয়। এখানে একটি বিশেষ চরিত্রে নওয়াজউদ্দিন সিদ্দিকীর অসাধারণ অভিনয়ের কথা উল্লেখ না করলেই নয়। শেষ দৃশ্যে গিয়ে সৎমায়ের সঙ্গে কিশোরীর মিলে যাওয়ার দৃশ্য ফর্মুলামাফিক মনে হতে পারে, কিন্তু দর্শককে তৃপ্তি দেয়।
দৃশ্যম ছবিতে দেখা যায় এক পিতার অদম্য অঙ্গীকার। ছবি: সংগৃহীতদৃশ্যম ছবিতে দেখা যায় এক পিতার অদম্য অঙ্গীকার। ছবি: সংগৃহীতজজবা ছবিতেও পাওয়া যাবে না তাল, দেবদাস কিংবা মহব্বতে-এর ঐশ্বরিয়াকে। এখানে আইনজীবী হিসেবে অপরাধীদের বিরুদ্ধে লড়তে গিয়ে তাদের রোষানলে পড়েন ঐশ্বরিয়া। তাঁর মেয়েকে অপহরণ করে তারা। একদিকে পেশার প্রতি দায়বদ্ধতা, অন্যদিকে সন্তানকে উদ্ধার করার জন্য মায়ের আকুতি—চরিত্রের এই টানাপোড়েন তিনি ফুটিয়ে তুলেছেন দারুণ অভিনয় নৈপুণ্যে। পুলিশ ইন্সপেক্টর চরিত্রে ইরফান খানের উপস্থিতি ছবির বড় আকর্ষণ সন্দেহ কী! ফলে দর্শকদের কাছে এই উদ্ধার অভিযান ও প্রতিশোধ গ্রহণের পরম্পরা হয়ে ওঠে রোমাঞ্চকর।
আগে যে দুটি ছবির কথা বলা হলো, তাতে আমরা দেখেছি মেয়ের লাঞ্ছনার বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করা দুই মায়ের কথা।
মম ছবির একটি দৃশ্যে শ্রীদেবী ও নওয়াজউদ্দিন সিদ্দিকী। ছবি: সংগৃহীতমম ছবির একটি দৃশ্যে শ্রীদেবী ও নওয়াজউদ্দিন সিদ্দিকী। ছবি: সংগৃহীতদৃশ্যম ছবিতে দেখি এ রকম ভূমিকায় এক পিতার অদম্য অঙ্গীকার। স্কুলপড়ুয়া একটি মেয়ের পোশাক পাল্টানোর ছবি গোপনে ক্যামেরায় ধারণ করে তা ইন্টারনেটে প্রচার করে দেবে বলে হুমকি দিয়েছিল তারই এক সহপাঠী। ছেলেটিকে অনেক বুঝিয়েও এ কাজ থেকে বিরত রাখতে পারেননি মেয়ের বাবা অজয় দেবগণ। অবশেষে ছেলেটিকে খুন করেন। কিন্তু এমনই নিপুণ কায়দায় কাজ সম্পন্ন করেছেন, পুলিশ কিছুতেই তার হদিস করতে পারে না। ছেলেটি ঘটনাচক্রে পুলিশ কমিশনারের সন্তান। কমিশনারের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন টাবু। অজয় ও টাবুর দ্বৈরথ টানটান উত্তেজনার মধ্যে রাখবে দর্শককে।
অবসরের দিনগুলোতে এই প্রতিশোধস্পৃহা এবং দীর্ঘ শ্রম ও সংগ্রাম শেষে সাফল্য লাভের কাহিনি মানুষকে উদ্দীপ্ত করবে বলে মনে করি। এই সুযোগে এ ধরনের আরও তিনটি কৌতূহলোদ্দীপক ছবির নাম বলে রাখি। ইরফান খান অভিনীত মাদারি, তামিল ছবি রাতশাসন এবং কোরিয়ান ছবি নো

Tag :
জনপ্রিয়

৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

বলিউড তারকা শ্রীদেবীর শেষ ছবি মমতে সে রকমই প্রতিশোধ গ্রহণের টানটান উত্তেজনায় ভরা

প্রকাশিত : ০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০

অন্যায়-লাঞ্ছনার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার আকাঙ্ক্ষা মানুষের চিরন্তন। বিশেষত সেই অন্যায় যদি ঘটে আমাদের পরিবার বা নিকটজনের ওপর। অধিকাংশ ক্ষেত্রে প্রতিশোধ নিতে পারে না সাধারণ মানুষ, তাই অন্তত চলচ্চিত্রে দেখতে চায় অন্যায়ের প্রতিকার।

বলিউড তারকা শ্রীদেবীর শেষ ছবি মমতে সে রকমই প্রতিশোধ গ্রহণের টানটান উত্তেজনায় ভরা। মিস্টার ইন্ডিয়া হিম্মতওয়ালি বা সদমা ছবির গ্ল্যামারাস শ্রীদেবী নন, মম ছবিতে আমরা পাই এক শক্তিধর অভিনেত্রীকে। একটি কিশোরীর সৎমা হিসেবে তাকে আপন করে নেওয়ার চেষ্টা করে এই নারী। কিন্তু মেয়েটি কিছুতেই মা হিসেবে মেনে নিতে পারে না তাকে।

এর মধ্যে এক পার্টিতে গণধর্ষণের শিকার হয় মেয়েটি। আদালত দোষীদের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়। তখনই প্রকৃত মায়ের মতো প্রতিশোধ গ্রহণে নেমে পড়েন শ্রীদেবী। একের পর এক অপরাধী তাঁর ফাঁদে পা দেয়। এখানে একটি বিশেষ চরিত্রে নওয়াজউদ্দিন সিদ্দিকীর অসাধারণ অভিনয়ের কথা উল্লেখ না করলেই নয়। শেষ দৃশ্যে গিয়ে সৎমায়ের সঙ্গে কিশোরীর মিলে যাওয়ার দৃশ্য ফর্মুলামাফিক মনে হতে পারে, কিন্তু দর্শককে তৃপ্তি দেয়।
দৃশ্যম ছবিতে দেখা যায় এক পিতার অদম্য অঙ্গীকার। ছবি: সংগৃহীতদৃশ্যম ছবিতে দেখা যায় এক পিতার অদম্য অঙ্গীকার। ছবি: সংগৃহীতজজবা ছবিতেও পাওয়া যাবে না তাল, দেবদাস কিংবা মহব্বতে-এর ঐশ্বরিয়াকে। এখানে আইনজীবী হিসেবে অপরাধীদের বিরুদ্ধে লড়তে গিয়ে তাদের রোষানলে পড়েন ঐশ্বরিয়া। তাঁর মেয়েকে অপহরণ করে তারা। একদিকে পেশার প্রতি দায়বদ্ধতা, অন্যদিকে সন্তানকে উদ্ধার করার জন্য মায়ের আকুতি—চরিত্রের এই টানাপোড়েন তিনি ফুটিয়ে তুলেছেন দারুণ অভিনয় নৈপুণ্যে। পুলিশ ইন্সপেক্টর চরিত্রে ইরফান খানের উপস্থিতি ছবির বড় আকর্ষণ সন্দেহ কী! ফলে দর্শকদের কাছে এই উদ্ধার অভিযান ও প্রতিশোধ গ্রহণের পরম্পরা হয়ে ওঠে রোমাঞ্চকর।
আগে যে দুটি ছবির কথা বলা হলো, তাতে আমরা দেখেছি মেয়ের লাঞ্ছনার বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করা দুই মায়ের কথা।
মম ছবির একটি দৃশ্যে শ্রীদেবী ও নওয়াজউদ্দিন সিদ্দিকী। ছবি: সংগৃহীতমম ছবির একটি দৃশ্যে শ্রীদেবী ও নওয়াজউদ্দিন সিদ্দিকী। ছবি: সংগৃহীতদৃশ্যম ছবিতে দেখি এ রকম ভূমিকায় এক পিতার অদম্য অঙ্গীকার। স্কুলপড়ুয়া একটি মেয়ের পোশাক পাল্টানোর ছবি গোপনে ক্যামেরায় ধারণ করে তা ইন্টারনেটে প্রচার করে দেবে বলে হুমকি দিয়েছিল তারই এক সহপাঠী। ছেলেটিকে অনেক বুঝিয়েও এ কাজ থেকে বিরত রাখতে পারেননি মেয়ের বাবা অজয় দেবগণ। অবশেষে ছেলেটিকে খুন করেন। কিন্তু এমনই নিপুণ কায়দায় কাজ সম্পন্ন করেছেন, পুলিশ কিছুতেই তার হদিস করতে পারে না। ছেলেটি ঘটনাচক্রে পুলিশ কমিশনারের সন্তান। কমিশনারের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন টাবু। অজয় ও টাবুর দ্বৈরথ টানটান উত্তেজনার মধ্যে রাখবে দর্শককে।
অবসরের দিনগুলোতে এই প্রতিশোধস্পৃহা এবং দীর্ঘ শ্রম ও সংগ্রাম শেষে সাফল্য লাভের কাহিনি মানুষকে উদ্দীপ্ত করবে বলে মনে করি। এই সুযোগে এ ধরনের আরও তিনটি কৌতূহলোদ্দীপক ছবির নাম বলে রাখি। ইরফান খান অভিনীত মাদারি, তামিল ছবি রাতশাসন এবং কোরিয়ান ছবি নো