৫ সহস্রাধিক পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজধানীর কদমতলী থানা পুলিশ।
কদমতলী থানার এসআই বিলাল আল আজাদ বুধবার সকালে এসব তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো- আলম হোসেন জয়(২৭), মোহাম্মাদ কালু মিয়া(৩৬) এবং হানিফ মিয়া ওরফে আরিফ (৪০)।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৫ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ১২ লাখ ৭৫ হাজার টাকা। এ বিষয়ে কদমতলী থানায় একটি মামলা করা হয়েছে।