মুন্সীগঞ্জের শ্রীনগরে সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ এবং মোবাইলে ভিডিও ধারণ করায় লোকমান হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে একই গ্রামের প্রতিবেশী সৌদি আরব প্রবাসীর স্ত্রীকে (২৫)বাড়িতে একা পেয়ে ৩ মাস আগে লোকমান ধর্ষণ করে এবং তা মোবাইলে ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিও ভাইরাল করে দেয়ার ভয় দেখিয়ে লম্পট লোকমান ওই গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করে।
সম্প্রতি গৃহবধূর স্বামী বিদেশ থেকে আসলে ঘটনাটি জানাজানি হয়। মঙ্গলবার ভিকটিমের স্বামী বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে এসআই আবুল কালামের নেতৃতে পুলিশ ধর্ষক লোকমানকে গ্রেফতার করে।
এসআই কালাম জানান, আসামি লোকমান বিবাহিত। সে ৫ মাস আগে সৌদি আরব থেকে দেশে আসে।
শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম ভুঁইয়া জানান, তাকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে