অনলাইন প্ল্যাটফর্ম হইচইয়ে আসছে তিনটি বাংলাদেশি সিনেমা। চলতি জুলাইয়ে মুক্তি পাবে ‘অনিল বাগচীর একদিন’ ও ‘স্বপ্নজাল’, আগস্টে আসবে ‘মেঘমল্লার’। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য বাংলাদেশি সিনেমা পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়।
হইচইয়ের বিজনেস লিড সাকিব আর খান জানান, ইতিমধ্যে এই তিনটি ছবি মুক্তির সব রকম আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বাংলাদেশের মানসম্মত সিনেমা বিশ্বের যেকোনো প্রান্তের বাংলায় কথা বলা মানুষের কাছে পৌঁছে দেওয়া তাঁদের উদ্দেশ্য। এ তিনটি ছবির ট্রেলার জোড়া দিয়ে ৫২ সেকেন্ডের একটি প্রোমোও বানানো হয়েছে।
মুক্তিযুদ্ধের ছবি ‘অনিল বাগচীর একদিন’ নির্মাণ করেছেন মোরশেদুল ইসলাম। হুমায়ূন আহমেদের একই নামের উপন্যাস থেকে বানানো। গাজী রাকায়েত, জ্যোতিকা জ্যোতি, আরেফ সৈয়দ, ফারহানা মিঠু, মিশা সওদাগরসহ আরও অনেকে অভিনয় করেছেন এখানে। ২৫ জুলাই ছবিটি মুক্তি পাবে। রোমান্টিক ধাঁচের ‘স্বপ্নজাল’ ছবিতে অভিনয় করেছেন পরীমনি, ইয়াশ রোহান ও ফজলুর রহমান বাবুসহ আরও অনেকে। ‘মনপুরা’খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের দ্বিতীয় ছবি এটি। ৩১ জুলাই হইচইয়ে আসছে ‘স্বপ্নজাল’। অন্যদিকে আখতারুজ্জামান ইলিয়াসের মুক্তিযুদ্ধভিত্তিক ছোটগল্প ‘রেইনকোট’ অবলম্বনে নির্মিত ‘মেঘমল্লারের’ রচনা ও পরিচালনা জাহিদুর রহিম অঞ্জনের। এ ছবিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, অপর্ণা ঘোষ, জয়ন্ত চট্টোপাধ্যায়সহ আরও অনেকে। হইচইয়ে ছবিটি আসবে আগস্টে।
এর আগে হইচইয়ে ‘কাঠবিড়ালি’, ‘পিঁপড়াবিদ্যা’ ও ‘টেলিভিশন’—এই তিনটি ছবির ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার হয়। হইচইয়ে প্রায় দুই হাজার ঘণ্টার কনটেন্ট রয়েছে।